[Nu Notice] 3rd Year Result প্রকাশিত হয়েছে যদি আপনার রেজাল্টে সমস্যা হয়ে থাকে জেনে নিন কিভাবে কি করতে বলা হয়েছে ।

Encrypting your link and protect the link from viruses, malware, thief, etc! Made your link safe to visit.


[Nu Notice] 3rd Year Result প্রকাশিত হয়েছে যদি আপনার রেজাল্টে সমস্যা হয়ে থাকে জেনে নিন কিভাবে কি করতে বলা হয়েছে ।              



বিসমিল্লাহির রাহমানির রাহিম
আশা করি সবাই ভালো আছেন

Degree 3rd Year Result  Published হয়েছে
আজ।
Result দেখে নিন খুব সহজেই।
রেজাল্ট দেবে দেবে করে করে 26 জানুয়ারি দেওয়ার কথা থাকলেও 
১৫ তারিখ  রেজাল্ট দিয়ে দিয়েছে।
গতকাল  বিকাল পাঁচটায় টার 3rd year  রেজাল্ট প্রকাশিত হয়েছে।
রেজাল্ট নিয়ে অনেক শিক্ষার্থীরা হতাশ হয়ে থাকে
হয়তবা ভালো পরিক্ষা দিয়েছে কিন্তু ফলাফল এ সমস্যা হয়েছে।
এই ত্রুটিগুলো প্রায় হয়ে থাকে।
PSC  থেকে শুরু করে প্রায় সকল পরিক্ষার ফলাফল এ এরকম সমস্যা হয়ে থাকে।
এটা আসলে ইচ্ছে করে হয়না।
বিভিন্ন কারণে ভুলক্রমে এরকম টা হয়ে থাকে।
দেখা যায় অনেক স্টুডেন্ট তাদের ফলাফল নিয়ে খুব চিন্তায় পড়ে যায় এরকম কেন হল ঐ রকম কেন হলো
এসব নিত্য নতুন কিছু নয়।
প্রায় ঘটে এমন ঘটনা।
এটার জন্য কি কোন ব্যবস্থা নেই ?
অবশ্যই আছে।  কেন থাকবে না।
National University
রেজাল্ট প্রকাশ করার পূর্বে নোটিশ ঘোষণা দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে একটা বিষয়ে।
সেটা হচ্ছে অনেকের রেজাল্ট সমস্যা হতে পারে।
সেটা যান্ত্রিক কারণে অথবা অন্য কোন কারণে হতে পারে।
সেই রকম কোন সমস্যা যদি কোন শিক্ষার্থীদের হয়ে থাকে তবে তাদের নির্দিষ্ট সময়ের মধ্যে সেটার জন্য লিখিত অভিযোগ করার জন্য বলে দেওয়া হয়েছে।
Notice নিম্নরুপ :
ফলাফল সম্পর্কে কোন পরীক্ষার্থী বা সংশ্লিষ্ট কারও কোন আপত্তি/অভিযোগ থাকলে ফলাফল প্রকাশের০১ (এক) মাসের মধ্যে ( অর্থাৎ ২০২০ সালের  ১৫ জানুয়ারি থেকে ১৫ ফেব্রুয়ারী এর ভিতর)  পরীক্ষা নিয়ন্ত্রকের নিকট লিখিতভাবে জানাতে হবে। এরপর আর কোনআপত্তি/অভিযোগ গ্রহণযোগ্য হবে না।


সূত্র : Nu Website
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এই নোটিশ দেওয়া হয়েছে।

যারা
যারা  রেজাল্ট দেখতে পারেন নাই তারা আমাদের  কমেন্ট করে Roll & Registration  Number বললে আমরা দেখে দিব। 

#নামাজ পড়ুন নিয়মিত। মহানবী হজরত মুহাম্মদ  (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)  এরশাদ করেছেন  :- যে ব্যাক্তি প্রত্যেক ফরজ সালাতের (নামাজের)  পর আয়াতুল কুরসি পাঠ করল তার জান্নাতের যাওয়ার ক্ষেত্রে মৃত্যু ছাড়া আর কোন বাঁধা রইল না। 
আজকে এখানেই শেষ করলাম সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ

0 Response to "[Nu Notice] 3rd Year Result প্রকাশিত হয়েছে যদি আপনার রেজাল্টে সমস্যা হয়ে থাকে জেনে নিন কিভাবে কি করতে বলা হয়েছে । "

Post a Comment

Match 1

Article 2

P last