Tipsnow theme কাস্টমাইজেশন ।। আমাদের শেয়ার করা Theme এর Logo পরিবর্তন করবেন যেভাবে

Encrypting your link and protect the link from viruses, malware, thief, etc! Made your link safe to visit.


Tipsnow theme কাস্টমাইজেশন ।।  আমাদের শেয়ার করা Theme এর Logo পরিবর্তন করবেন যেভাবে 


বিসমিল্লাহির রাহমানির রাহিম
আশা করি সবাই ভালো আছেন
আজকে শেয়ার করতে যাচ্ছি নতুন একটা টপিকস
Tipsnow Theme কাস্টমাইজেশন পর্ব ।
গত পর্বে আমরা একটা Theme শেয়ার করেছি
সেটাতে কিছু জিনিস Customize করা প্রয়োজন
যেগুলো অনেকে পারতেছেন না বলে কমেন্ট করে জানিয়েছেন আবার অনেকে আমাদের FB পেইজে Message করে জানিয়েছেন।
তাদের অনুরোধ রেখে আজকের পর্ব।
ত চলুন কিভাবে এই থিম কাস্টমাইজড করতে হয়
সেটা নিয়ে বিস্তারিত শুরু করি

এখানে আপনি আপনার সাইটের Logo টা কিভাবে পরিবর্তন করবেন সেটা দেখানো হবে।
বাকি গুলো আশা করি আপনারা পারবেন ইনশাআল্লাহ।

[কাজ শুরু করার পূর্বে আপনার কাছে তৈরি করে রাখুন আপনার সাইটের জন্য তৈরি একটা Logo URL]


Logo পরিবর্তন :


প্রথমে Unzip করা Folder এ প্রবেশ করুন



এবার নিচের মত assets এ ক্লিক করুন


আবার নিচের মত important এ ক্লিক করুন


এবার int এ ক্লিক করুন


এবার menu.php তে ক্লিক করুন


এবার নিচের মত  bp.blogspot দিয়ে চিহ্নিত করা url এ আপনার সাইটের Logo Url বসিয়ে দিন




এবার Save করে নিন।

এবার আবার Zip করে আপনার সাইটে আপলোড করে দিন।
বেশ কাজ শেষ

#নামাজ পড়ুন নিয়মিত। মহানবী হজরত মুহাম্মদ  (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)  এরশাদ করেছেন  :- যে ব্যাক্তি প্রত্যেক ফরজ সালাতের (নামাজের)  পর আয়াতুল কুরসি পাঠ করল তার জান্নাতের যাওয়ার ক্ষেত্রে মৃত্যু ছাড়া আর কোন বাঁধা রইল না। 
আজকে এখানেই শেষ করলাম সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ

4 Responses to "Tipsnow theme কাস্টমাইজেশন ।। আমাদের শেয়ার করা Theme এর Logo পরিবর্তন করবেন যেভাবে "

Match 1

Article 2

P last