বাংলাদেশ থেকে বিদেশে কোন কিছু পাঠানোর জন্য কত টাকা খরচ হয় জানুন

Encrypting your link and protect the link from viruses, malware, thief, etc! Made your link safe to visit.




বাংলাদেশ পোষ্ট অফিস থেকে বিদেশে কোন পণ্য পাঠাতে হলে খরচ কত দিতে হবে তা আমরা অনেকে জানিনা । 

আজকে সেটা শেয়ার করতে আসলাম।

বাংলাদেশ থেকে বিদেশে কোন কিছু পাঠানোর জন্য কত টাকা খরচ হয় জানুন        

বাংলাদেশের পোষ্ট অফিস থেকে ১৮১ টি দেশে পার্সেল সার্ভিসের মাধ্যমে পণ্য পাঠানো যায় ।

আপনারা যারা বিদেশে কিছু পাঠাতে চান তাদের জন্য আশা করি  এই পোষ্ট অনেক কাজে আসবে ।

অস্ট্রলিয়া → 

  1. ই এম এস → প্রথম ২৫০ গ্রাম ২১৫০টাকা পরবর্তী ২০ কেজি পর্যন্ত প্রতি কেজি ১৮০ টাকা ।
  2. এয়ার পার্সেল→ প্রথম ৫০০ গ্রাম ১৪১০ টাকা পরবর্তী ২০ কেজি পর্যন্ত প্রতি কেজি ৩১০ টাকা ।
  3. সার্ফেস পার্সেল→ প্রথম ৫০০ গ্রাম ১০৫০ টাকা পরবর্তী ২০ কেজি পর্যন্ত প্রতি কেজি ১৬০ টাকা ।


অস্ট্রিয়া → 


  1. ই এম এস → প্রথম ২৫০ গ্রাম ২২৫০ টাকা পরবর্তী ২০ কেজি পর্যন্ত প্রতি কেজি ১৯০ টাকা ।
  2. এয়ার পার্সেল→ প্রথম ৫০০ গ্রাম ১৬৬০ টাকা পরবর্তী ২০ কেজি পর্যন্ত প্রতি কেজি ২৯০ টাকা ।
  3. সার্ফেস পার্সেল→ প্রথম ৫০০ গ্রাম ১২১০ টাকা পরবর্তী ২০ কেজি পর্যন্ত প্রতি কেজি ১৮০ টাকা ।



ব্রাজিল  →  


  1.  ই এম এস → প্রথম ২৫০ গ্রাম ২৭৪০ টাকা পরবর্তী ২০ কেজি পর্যন্ত প্রতি কেজি ৩৮০ টাকা ।
  2.   এয়ার পার্সেল→ প্রথম ৫০০ গ্রাম ২৩৩০ টাকা পরবর্তী ২০ কেজি পর্যন্ত প্রতি কেজি ৫৪০ টাকা ।
  3.   সার্ফেস পার্সেল→ প্রথম ৫০০ গ্রাম ১৫২০ টাকা পরবর্তী ২০ কেজি পর্যন্ত প্রতি কেজি ৩৮০ টাকা ।


বাহরাইন →   


  1. ই এম এস → প্রথম ২৫০ গ্রাম ১৬৩০ টাকা পরবর্তী ২০ কেজি পর্যন্ত প্রতি কেজি ১২০ টাকা ।
  2. এয়ার পার্সেল→ প্রথম ৫০০ গ্রাম ১২৯০ টাকা পরবর্তী ২০ কেজি পর্যন্ত প্রতি কেজি ২১০ টাকা ।
  3. সার্ফেস পার্সেল→ প্রথম ৫০০ গ্রাম ৮৫০ টাকা পরবর্তী ২০ কেজি পর্যন্ত প্রতি কেজি ১৫০ টাকা ।



কানাডা →   


  1. ই এম এস → প্রথম ২৫০ গ্রাম ২৫৫০ টাকা পরবর্তী ২০ কেজি পর্যন্ত প্রতি কেজি ৩০০ টাকা ।
  2. এয়ার পার্সেল→ প্রথম ৫০০ গ্রাম ২০৫০ টাকা পরবর্তী ২০ কেজি পর্যন্ত প্রতি কেজি ৩৮০ টাকা ।
  3.  সার্ফেস পার্সেল→ প্রথম ৫০০ গ্রাম ১৪২০ টাকা পরবর্তী ২০ কেজি পর্যন্ত প্রতি কেজি ২৬০ টাকা ।





চায়না →     


  1.  ই এম এস → প্রথম ২৫০ গ্রাম ১৮৫০ টাকা পরবর্তী ২০ কেজি পর্যন্ত প্রতি কেজি ১৫০ টাকা ।
  2.  এয়ার পার্সেল→ প্রথম ৫০০ গ্রাম ১২৫০ টাকা পরবর্তী ২০ কেজি পর্যন্ত প্রতি কেজি ২৪০ টাকা ।
  3.  সার্ফেস পার্সেল→ প্রথম ৫০০ গ্রাম ৮৫০ টাকা পরবর্তী ২০ কেজি পর্যন্ত প্রতি কেজি ১৪০ টাকা ।



ফ্রাঞ্চ →       





  1. ই এম এস → প্রথম ২৫০ গ্রাম ২২৭০ টাকা পরবর্তী ২০ কেজি পর্যন্ত প্রতি কেজি ১৯০ টাকা ।
  2. এয়ার পার্সেল→ প্রথম ৫০০ গ্রাম ১৮৩০ টাকা পরবর্তী ২০ কেজি পর্যন্ত প্রতি কেজি ২৭০ টাকা ।
  3. সার্ফেস পার্সেল→ প্রথম ৫০০ গ্রাম ১৩৪০ টাকা পরবর্তী ২০ কেজি পর্যন্ত প্রতি কেজি ২৭০ টাকা ।






জার্মানি →   



  1.  ই এম এস → প্রথম ২৫০ গ্রাম ২২৭০ টাকা পরবর্তী ২০ কেজি পর্যন্ত প্রতি কেজি ১৯০ টাকা ।
  2. এয়ার পার্সেল→ প্রথম ৫০০ গ্রাম ১৮৭০ টাকা পরবর্তী ২০ কেজি পর্যন্ত প্রতি কেজি ২৭০ টাকা ।
  3. সার্ফেস পার্সেল→ প্রথম ৫০০ গ্রাম ১৫৩০ টাকা পরবর্তী ২০ কেজি পর্যন্ত প্রতি কেজি ২৭০ টাকা ।






ভারত →      



  1. ই এম এস → প্রথম ২৫০ গ্রাম ৮৫০ টাকা পরবর্তী ২০ কেজি পর্যন্ত প্রতি কেজি ৭০ টাকা ।
  2. এয়ার পার্সেল→ প্রথম ৫০০ গ্রাম ৭৫০ টাকা পরবর্তী ২০ কেজি পর্যন্ত প্রতি কেজি ৯০ টাকা ।






কাতার →    



  1. ই এম এস → প্রথম ২৫০ গ্রাম ১২৯০ টাকা পরবর্তী ২০ কেজি পর্যন্ত প্রতি কেজি ১২০ টাকা ।
  2. এয়ার পার্সেল→ প্রথম ৫০০ গ্রাম ১০৫০ টাকা পরবর্তী ২০ কেজি পর্যন্ত প্রতি কেজি ১৮০ টাকা ।
  3. সার্ফেস পার্সেল→ প্রথম ৫০০ গ্রাম ৯৫০ টাকা পরবর্তী ২০ কেজি পর্যন্ত প্রতি কেজি ১৪০ টাকা ।






সৌদি আরব → 



  1.  ই এম এস → প্রথম ২৫০ গ্রাম ১৭৫০ টাকা পরবর্তী ২০ কেজি পর্যন্ত প্রতি কেজি ১২০ টাকা ।
  2.  এয়ার পার্সেল→ প্রথম ৫০০ গ্রাম ১২৫০ টাকা পরবর্তী ২০ কেজি পর্যন্ত প্রতি কেজি ১৮০ টাকা ।
  3.  সার্ফেস পার্সেল→ প্রথম ৫০০ গ্রাম ৮৫০ টাকা পরবর্তী ২০ কেজি পর্যন্ত প্রতি কেজি ১৩০ টাকা ।






লন্ডন →    



  1. ই এম এস → প্রথম ২৫০ গ্রাম ২২৬০ টাকা পরবর্তী ২০ কেজি পর্যন্ত প্রতি কেজি ১৯০ টাকা ।
  2.  এয়ার পার্সেল→ প্রথম ৫০০ গ্রাম ১৫৭০ টাকা পরবর্তী ২০ কেজি পর্যন্ত প্রতি কেজি ২৭০ টাকা ।
  3.  সার্ফেস পার্সেল→ প্রথম ৫০০ গ্রাম ১৫৩০ টাকা পরবর্তী ২০ কেজি পর্যন্ত প্রতি কেজি ২৭০ টাকা ।






আমেরিকা →  



  1.  ই এম এস → প্রথম ২৫০ গ্রাম ২২৩০ টাকা পরবর্তী ২০ কেজি পর্যন্ত প্রতি কেজি ২৮০ টাকা ।
  2. এয়ার পার্সেল→ প্রথম ৫০০ গ্রাম ১৮৫০ টাকা পরবর্তী ২০ কেজি পর্যন্ত প্রতি কেজি ৩৮০ টাকা ।
  3. সার্ফেস পার্সেল→ প্রথম ৫০০ গ্রাম ১৪৩০ টাকা পরবর্তী ২০ কেজি পর্যন্ত প্রতি কেজি ২৮০ টাকা ।



দৃষ্টি আর্কষণ :


বিদেশগম ইএমএস/পার্সেল/রেজিঃ দ্রব্যের অভ্যন্তরে প্রেরণ নিষিদ্ধ দ্রব্যের বিবরণ :


  • এমন কোন দ্রব্য যা দেশীয় আইনে বা সরকারী আদেশে মোতাবেক নিষিদ্ধ   ঘোষিত । 
  • অশ্লীল বা নগ্ন ছবি, শিল্পকর্ম , মুদ্রিত দ্রব্য , খোদাই শিল্প বা এধরনের যে  কোন কুৎসিত বা অশ্লীল বস্তু ।
  • রাষ্টবিরোধী , অবৈধ উস্কানীমুলক প্রচারণা ।
  • নারকোটিকস , বিস্ফোরক , আগ্নোয়াস্ত্র , কারেন্সী (টাকা / পয়সা নেগোসিয়েবল ব্যাংক ইন্সটুমেন্টস(চেক/পে-অর্ডার/ডিডি) লটারীর টিকিট ,সেভিংস ইন্সটুমেন্ট , তীক্ষ/ধারালো প্রান্ত যুক্ত যে কোন দ্রব্য ।
  • যে কোন প্রকার খাবার ( চাল , ডাল , চানাচুর , চিড়া , আচার , শুটকী , মাছ ,মাংস ) ইত্যাদি ।
  • সিগারেট / বিড়ি /তামাকজাত যে কোন দ্রব্য ।
  • যে কোন প্রকার তরল দ্রব্য ।
  • ধাতব পদার্থ বা ধাতব পদার্থযুক্ত যে কোন দ্রব্য ।
  • ইলেকট্রনিক্স / ইলেকট্রক দ্রব্যাদি ।
  • ঔষধ , নেশা জাতীয় যে কোন দ্রব্য ।

0 Response to "বাংলাদেশ থেকে বিদেশে কোন কিছু পাঠানোর জন্য কত টাকা খরচ হয় জানুন "

Post a Comment

Match 1

Article 2

P last