AIDS নিয়ে বিস্তারিত জানুন। কেন হয় ? ভুল ধারণা দূর করি

Encrypting your link and protect the link from viruses, malware, thief, etc! Made your link safe to visit.

AIDS

বিসমিল্লাহির রাহমানির রাহিম
আশা করি সবাই ভালো আছেন
আজকে শেয়ার করতে যাচ্ছি নতুন একটা টপিকস

এইডস নিয়ে বিস্তারিত জানুন।  HIV  & AIDS

এইডস হচ্ছে একটা ঘাতক ব্যাধি।
এই রোগ সর্ব প্রথম মার্কিন যুক্তরাষ্ট্রে ১৯৮১ সালে শনাক্ত করা হয়েছে।
এইডস একটি ভিন্ন ধরনের সংক্রামক রোগ, যা এইচআইভি বা HIV ভাইরাসের সংক্রমণের কারণে হয়ে থাকে।

এইডস কিভাবে হয় সেটা নিয়ে ভুল ধারণা   :
আমাদের মধ্যে অনেকে মনে করে থাকে যে এইডস রোগে আক্রান্ত  কাউকে স্পর্শ করলেও এই রোগ হতে পারে।
কিন্তু এটা একটা ভুল ধারণা
এবার চলুন আসল কারণ গুলো জেনে নিই:
একজন ব্যক্তি প্রধানত চারটে উপায়ে আক্রান্ত হতে পারেন:
১.সংক্রমিত সুচঁ অথবা অন্যজনের ব্যবহৃত  সিরিঞ্জ ব্যবহার করলে

২. আক্রান্ত ব্যক্তির সঙ্গে [যোনিপথে, পায়ুপথে কিংবা মৌখিকভাবে] যৌন সম্পর্ক স্থাপন করে

 ৩.দেহে রক্ত কিংবা রক্তের অন্য উপাদানগুলো গ্রহণ করে
 যদিও উন্নত দেশগুলোতে এই ভয় কমে গেছে কারণ সেখানে এখন রক্তে এইচআইভি প্রতিরোধী উপাদান আছে কিনা তা দেখার জন্য পরীক্ষা করা হচ্ছে।

৪.এইচআইভি আক্রান্ত মায়ের কাছ থেকে, যিনি প্রসবের আগে বা প্রসবের সময় কিংবা দুধ খাওয়ানোর সময় সন্তানের দেহে এই রোগ ছড়িয়ে দিতে পারেন।

প্রতিরোধের উপায় :-
এইডসের এখনও তেমন কোনো চিকিৎসা আবিস্কার হয়নি।
তারপরও আমরা এই রোগ হতে প্রতিকার পেতে
কিছু উপায় অবলম্বন করতে পারি

১.ধর্মীয় অনুশাসন মেনে চলা
২.জনসচেতনতা সৃষ্টি করে
৩.অপরীক্ষিত রক্ত গ্রহণ না করে এবং অন্যের ব্যবহার করা সিরিঞ্জ ব্যবহার না করে
৪.অনৈতিক যৌনসম্পর্ক স্থাপন না করে

এসব পদক্ষেপ গ্রহণ করে আমরা সচেতন হতে পারি।

আজকে এখানেই শেষ করলাম সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ

0 Response to "AIDS নিয়ে বিস্তারিত জানুন। কেন হয় ? ভুল ধারণা দূর করি "

Post a Comment

Match 1

Article 2

P last