জেনে নিন নামাজের ফরজ কাজ গুলো যে গুলোর কোন একটা বাদ পড়লে নামাজ হবে না ।

Encrypting your link and protect the link from viruses, malware, thief, etc! Made your link safe to visit.

জেনে নিন নামাজের ফরজ কাজ গুলো যে গুলোর কোন একটা বাদ পড়লে নামাজ হবে না ।

বিসমিল্লাহির রাহমানির রাহিম
আশা করি সবাই ভালো আছেন
আজকে শেয়ার করতে যাচ্ছি নতুন একটা টপিকস

নামাজের ভিতরে এবং  বাহিরে  ১৩ ফরজ
তার মধ্যে ভিতরে ৬ ফরজ  যাকে আরকান বলে
এবং
বাহিরে ৭ ফরজ যেগুলোকে আহকাম বলে।
এই
১৩ ফরজ থেকে  কোন একটা বাদ পড়লে নামাজ হবে না।
ত চলুন  জেনে নিন ফরজ গুলো
প্রথমে জানি আহকাম ৭টি
১.শরীর পাক
২.কাপড় পাক
৩.নামাজের জায়গা পাক
৪.সতর ঢাকা
৫.কেবলামুখী হওয়া
৬.ওয়াক্ত মত নামাজ পড়া
এবং
৭.নামাজের নিয়ত করা।

এরপর জানব আরকান  বা ভিতরের ৬ ফরজ

১."আল্লাহু আকবর " বলে  তাকবীরে তাহরিমা বাঁধা
২.কেরাত পড়া  : কোরআন মাজীদ তিলাওয়াত করা
৩.রুকু করা
৪.সিজদাহ্ করা
৫.শেষ বৈঠকে বসা
৬.সালামের মাধ্যমে নামাজ শেষ করা

 ★নামাজের আগে আহকাম ঠিক আছে কিনা ভেবে দেখবেন ।
 ★নামাজের ভিতরে ফরজ যদি তলব হয় তবে সাহু সিজদাহ্ করতে হবে।
  #নামাজ পড়ুন নিয়মিত।
মহানবী হজরত মুহাম্মদ  (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)  এরশাদ করেছেন  :- যে ব্যাক্তি প্রত্যেক ফরজ সালাতের (নামাজের)  পর আয়াতুল কুরসি পাঠ করল তার জান্নাতের যাওয়ার ক্ষেত্রে মৃত্যু ছাড়া আর কোন বাঁধা রইল না।
আজকে এখানেই শেষ করলাম সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ

0 Response to "জেনে নিন নামাজের ফরজ কাজ গুলো যে গুলোর কোন একটা বাদ পড়লে নামাজ হবে না । "

Post a Comment

Match 1

Article 2

P last